খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করতে শার্শায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১৭ই মে খুলনায় অনুষ্ঠিতব‍্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৃহীত ৩১ দফা বাস্তবায়ন ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাগআচড়ায় এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই )মে বিকালে যশোরের শার্শা উপজেলার বাগআচাঁড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মুস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদ ও সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ‍্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম খান চয়ন, সদস্য সচিব সবুজ হাসান খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুজিদ, সহ দপ্তর সম্পাদক সাইদুর জামান, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্টু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ন আহবায়ক কবীর হোসেন, সবুজ হাসান, আব্দুর রশিদ, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন তরুণরা রাজনৈতিক অধিকার হারিয়ে ফেলেছিল, আজ সময় এসেছে রাজনীতিতে তাদের ফিরে আসার ও তাদের রাজনৈতিক অধিকার আদায় করার। কারণ তারাই, আগামী দিনের ভবিষ্যৎ এবং এই স্বাধীন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার।

তাই আগামী ১৭ই মে শনিবার খুলনার সার্কিট হাউজ মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক তারুণ্যের এই মহাসমাবেশ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী স্বফূর্তভাবে অংশ গ্রহণ করবে ও সফল করার উদাত্ত আহবান জানান। সভা শেষে বাগআচড়া বাজারে সাতক্ষীরা যশোর মহাসড়কে একপ্রচার মিছিল বের করা হয়। এ সময় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানটি শেষ করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *