কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন

কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ মসজিদ মিশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইটহাউজ মডেল একাডেমির চেয়ারম্যান মু.শামছুল আলম বুলবুল। জানা যায়, কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গায় অবস্থিত লাইটহাউজ মডেল একাডেমিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। জেনারেল ও হিফয উভয় বিভাগে শিক্ষার্থীদের কুরআন ও হাদিস মাতৃভাষার মতো করে বুঝবার সক্ষমতা গড়ে তোলা হয় এখানে। একাডেমির অভিভাবকমণ্ডলী ও সুধীমহলের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইটহাউজ মডেল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা আবুল খায়ের।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *