বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় গার্মেন্টস পন‍্য বোঝাই ৩৬ ট্রাক

ভারত তাদের ভূখণ্ডে উত্তর পূর্বাঞ্চল দিয়ে ভোগ্যপণ্য ফলমূল সহ বেশ কিছু পণ্য বাংলাদেশ থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে এর প্রভাবে পড়েছে যশোরের বেনাপোলের স্থল বন্দরে, গার্মেন্টস সামগ্রী বোঝাই ৩৬ ট্রাক অপেক্ষায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়।

রবিবার ১৮ই মে বন্দরে ৩৬ টি গার্মেন্টস পন‍্য বোঝায় ট্রাক অপেক্ষায় আছে ভারতে প্রবাসের অপেক্ষায়।

এ বিষয়ে ভারতের পেট্রোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনেল সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বৈদেশিক বানিজ‍্য অধিদপ্তর (ভিজিএফটি)। তবে যে সকল পন‍্যে এলসি/টি টি করা আছে, সেগুলো যাতে দ্রুত আমদানি করা যায়, সে বিষয়ে কাস্টমসে ও বন্দরে আলোচনা চলছে।

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, বেনাপোল স্থল বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়াই, ৩৬টি ট্রাক অপেক্ষায় আছে, ভারতে প্রবেশের এবং বন্দরের বাইরে আরো ৬০টি, গার্মেন্টস সামগ্রী বোঝায় ট্রাক অপেক্ষারত রয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *