কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ মে) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালত কার্যক্রম আরো গতিশীল ও ইউপি সদস্যদের দক্ষতা অর্জনের জন্য উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচিত সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন চলছে। ব্যাচ ভিত্তিক এ প্রশিক্ষন আগামী ২৮ মে পর্যন্ত চলবে। প্রশিক্ষনে ইউপি সদস্যদের উপস্থিত নিশ্চিত করার জন্য উপস্থিত সকল চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ছোট খাটো বিরোধ অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব।
এ জন্য তিনি, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার জন্য বলেন । এছাড়া উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও গ্রাম আদালত কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য বলেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, দেয়াড়া ইউপি চেয়ারম্যান, গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান, সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, গনমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
ত্রৈমাসিক সভায় আরও উপস্থিত ছিলেন,গ্রাম আদালত সক্রিয়করণ (৩পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *