ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা আব্দুল হামিদের ইন্তেকাল

দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা অ্যাডভোকেট আব্দুল হামিদ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল হামিদ দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একই সাথে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। মৃত্যুকালে এক মেয়ে,এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন। আজ যোহর নামাজের পর গ্রামের বাড়ি কলারোয়ার সোনাবাড়িয়ায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন পরিবারের সদস্যরা।
