কলারোয়ার ডি.এম অধ্যাপক নাসির উদ্দিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন মাওলানা রুহুল কুদ্দুস।

­সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন চন্দন পুর ইউনিয়নের ডি.এম অধ্যাপক নাসির উদ্দিন দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন মাওলানা রুহুল কুদ্দুস।

রবিবার (১৮ মে) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির অনুমোদন করা হয়।

উল্লেখ্য, নব নির্বাচিত ডি.এম অধ্যাপক নাসির উদ্দিন দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বাগআঁচড়া ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক।
তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উক্ত দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক এবং এলাকাবাসী তাকে ফুলেল অভিনন্দন জানান।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন প্রতিষ্ঠানের সুপার, অভিভাবক সদস্য মোঃ মহসিন কবীর, সাধারণ শিক্ষক সদস্য মোঃ ইসমাইল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।

এডহক কমিটির সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস বলেন, মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন আছে, যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় ডি.এম অধ্যাপক নাসির উদ্দিন দাখিল মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *