প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন জামায়াতের যে দুই নেতা

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে জামায়াতে ইসলামী। শনিবার পূর্বনির্ধারিত এই বৈঠকে দলটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবেন দলটির দুই শীর্ষ নেতা।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী। মৌখিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টায় দলটিকে সাক্ষাতের সময় দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের আমির ডা.শফিকুর রহমান নেতৃত্ব দেবেন। এতে দলটির পক্ষ থেকে আরও উপস্থিত থাকবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ব্যাপারে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।

সূত্র জানায়, জামায়াত মনে করে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান না। তার চায় ড. ইউনূসের নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

এর আগে, উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সূত্র মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা হবে। এরমধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানে‌র পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরেয়ে আনার বিষয়ে বিশেষভাবে বৈঠকে গুরুত্ব পাবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *