সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল হামিদের ইন্তেকালে সাংবাদিক মহলের শোক
দৈনিক ইনকিলাবের কলারোয়া (সাতক্ষীরা ) উপজেলা সংবাদদাতা, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহল।
শনিবার (২৪ মে) আনুমানিক সকাল ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এরমধ্যে তিনি ভোরে হৃদরোগে আক্রান্ত হন। সকালে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বিবৃতি দাতারা হলেন- সাতক্ষীরা মিডিয়া সেন্টারের সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান ও পরিচালক দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ বিশ্বাস, অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, নির্বাহী সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম, মোর্তজা হাসান মুন্না, মীর রোকনুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ ইকরামুল হক, আলফাজ রহমান রাজু, আশরাফুল ইসলাম রুস্তম।
কলারোয়া নিউজ এর প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ ও সম্পাদক আবু রায়হান মিকাইল।
দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি মোঃ মোজাহিদুল ইসলাম, বাংলাভিশন এর ফারুক হোসেন রাজ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মোশতাক আহমেদ, সহ-সভাপতি এস এমন জাকির হোসেন, সেক্রেটারি এম এ আজিজ, দৈনিক সংগ্রাম এর কলারোয়া প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক জবাবদিহি’র প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মোজাফফর হোসেন পলাশ।
শনিবার (২৪ মে) এক শোকবার্তায় সাংবাদিকবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় সাংবাদিকবৃন্দ আরও বলেন, মরহুম আব্দুল হামিদ সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। তিনি সাংবাদিকতার পাশাপাশি একজন বিজ্ঞ আইনজীবীও ছিলেন। গুণী এ সাংবাদিকের মৃত্যুতে দেশ ও সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।
কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন মরহুম আব্দুল হামিদ (৬৫)।
মৃত্যুকালে এক মেয়ে,এক ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।


