নারী কেলেঙ্কারির অভিযোগে যশোরের ছাত্রদল নেতা রাফা বহিষ্কার

ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগে আলোচিত যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম রাফাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে সাইফুল ইসলাম রাফাসহ আরও দুই জেলা নেতাকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত অন্য দুই নেতা হলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুজ্জামান তৌহিদ।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃতদের সঙ্গে কেউ যেন কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, যশোর কোতোয়ালি থানায় কুমিল্লার এক তরুণী সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। পরে নাটকীয়ভাবে অভিযোগকারী নারী এক সংবাদ সম্মেলনে এসে জানান, তাকে চাপ দিয়ে মামলা করানো হয়েছিল। এরপরও ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার হলেন রাফা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *