সাতক্ষীরার সাবেক ডিসি ও এসপিসহ ২৫ জনের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের মামলা

সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দাখিল করা হয়। মামলাটির বাদী জেলা সদরের বৈচনা গ্রামের মাদার সরদারের ছেলে ওবায়দুল্লাহ।

বিচারক মায়নুদ্দিন ইসলাম মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। মামলাটিতে বাদী এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন।

মামলার অপর আসামিরা হলেন, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হকসহ পুলিশের ১৫ জন ও আওয়ামী লীগের ১০ নেতাকর্মী।

এদিকে মামলার বাদী ওবায়দুল্লাহ বলেন, বাড়িঘর ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী। যার নেতৃত্বে ছিলেন সাবেক ডিসি নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর দেশ থেকে পালিয়ে গেছেন। অন্যদিকে নাজমুল আহসান এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাদীপক্ষের আইনজীবী সাতক্ষীরা আদালতের অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, ২০১৪ সালের ১ জানুয়ারি ওবায়দুল্লাহর বাড়িঘর মামলার আসামিরা যোগসাজশ করে ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে বুলডোজার দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়। রাজনৈতিক পরিস্থিতির কারণে পুলিশ তখন অভিযোগটি আমলে নেয়নি। তাই দীর্ঘ ১৫ বছর পর কোটি টাকার ক্ষতিপূরণ ও আসামিদের শাস্তির দাবি জানিয়ে আদালতে বিচার প্রার্থনা করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *