কলারোয়া আলিয়া মাদরাসায় ফল উৎসব পালিত

 

 

কলারোয়ায় আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ভিন্ন আয়োজনে বাংলার মধু মাসের ফল উৎসব পালিত হয়েছে।

(২৮ শে মে) বুধবার সাড়ে ১১টায়  কলারোয়া আলিয়া  মাদ্রাসার হলরুমে “ফল খায় দেশী, শক্তি পাই বেশি” এই সামনে রেখে ব্যাতিক্রমধর্মী  “বার্ষিক ফল উৎসব”  পালিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে এবং স্বাগত বক্তব্যে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক  বজলুর রহমান,   নজরুল ইসলাম, শাহনাজ পারভিন, মাওলানা তৌহিদুর রহমান, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখে রমজান আহম্মদ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন আলিম ১ম বর্ষের ছাত্র আবু হাসান। আলিম ও ফাযিল শিক্ষার্থীদের আয়োজনে সকল শিক্ষার্থীরা প্রায় ২৫ রকমের বিভিন্ন ফলের সমাহার  করে ফল উৎসব স্বর্তস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করে।  সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আরবি প্রভাষক  এ্যাডঃ মুফতি আবু জাফর।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *