শার্শায় সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

যশোরের শার্শায় বাসের ধাক্কায় হাবিবুর রহমান হবি (৭০) নামে এক বৃন্ত পথচারী নিহত হয়েছে।
সোমবার (২রা) জুন দুপুরে নাভারন সাতক্ষীরা সড়কে কুচেমোড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হবিবর উপজেল বাগআছড়া ইউনিয়নের টেংরা গ্রামের মৃত হোসেন মোড়লের ছেলে।

প্রত্যক্ষদশির্রা জানাই, নিহত হবিবর নাভারণ থেকে বগআচরার উদ্দেশ্য ছেড়ে আসা একটি সিএনজি যোগে এসে কুচেমোড়া নামক স্থানে এসে নেমে রাস্তা পার হচ্ছিলেন, এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে, তিনি আঘাতপ্রাপ্ত হন। এ সময় ঘাতক বাসটি দ্রুতগতিতে চালিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে স্থানীয়রা ছুটি এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে না পারায় বিভিন্ন ব‍্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দূর্ঘটনার বিষয়টি পোস্ট কল করা হয়। ফেসবুকের মাধ্যমে জানতে পেরে, তার স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে লাশের সনাক্ত করেন।

নাভার ন হাইওয়ে থানার অফিসার ইনচাজা ওসি রোকনুজ্জামান রোকন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, রাস্তার উপর রক্ত ছাড়া আর কোন আলামত পাওয়া যায়নি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দুর্ঘটনার শিকার নিহত ব্যক্তির লাশ পাওয়া যায়। এ সময় ঘাতক বাসটি পালিয়ে গেছে, তবে সেটি জব্দ করার চেষ্টা অব‍্যাহত আছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *