ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে- মাওলানা ওসমান গনী

আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেয়া হবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ওসমান গনী বলেছেন, ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন শাখার উদ্দোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় ইউনিয়ন আমীর মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান বিন মুনিরের দারসুল কুরআনের মধ্য দিয়েই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ওসমান গনী।

এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতূ ইসলামী সমর্থিত কয়লা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আনিসুর রহমান পলাশ, জামায়াত নেতা মোঃ মুরাদ হাসান জিএম সালাউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, বিগত ৩ টি ভোটে আমরা আপনারা ভোট দিতে পারি নি, যদি আবার কেউ দিনের ভোট রাতে করতে চায়, জনগন কে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দাত ভাঙ্গা জবাব দেবে, ইনশাআল্লাহ।

 



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *