বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আসিফ হোসেন এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বুধবার (১১ জুন) বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলারোয়া উপজেলা আহ্বায়ক মোঃ মেহেদী হাসান বলেন, “গত কাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে কলারোয়া উপজেলাধীন কেড়াগাছি প্রধান সড়কে মাটি বহন কারী ট্রাক ট্রাক্টর বেপরোয়া গতিতে যাতায়াত করলে সেখানে প্রথম পর্যায়ে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আসিফ হোসেন রাস্তায় বেপরোয়া চলাচল বন্ধ করার ব্যাপারে কথা বললে হঠাৎ তার উপরে আক্রমণ করে ওঠে দুর্বৃত্তরা সেই সময় মোবাইল ফোনে লাউডস্পিকারে দেওয়া আওয়াজে শোনা গেল ওপার থেকে আশরাফ চেয়ারম্যান (সাবেক চেয়ারম্যান) বলছে কিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা কি জেল খেটেছে? কাউকে ছাড়বি না এ হুমকি দিলে তারা একযোগে আসিফের উপরে আক্রমণ করে এবং বেধড়ক মারপিট করে এবং পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেরে স্থানীয়দের সহায়তায় তাকে কলারোয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করি।”
বক্তব্যে মেহেদী আরো বলেন, “ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে। ৫ আগষ্ট বাংলাদেশের ইতিহাসে থেকে ভয়াবহ স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয় কিন্তু
২হাজার শহিদের রক্তের উপরে দাড়িয়ে
এখনো মানুষের উপরে একটা স্বার্থান্বেষী মহল অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে এবং সকল ধরনের অবৈধ কাজ বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে। হাসিনা দেশ ছাড়লেও তার ফ্যসিবাদী সিস্টেম বিলুপ্ত হয়নি।
সারাদেশে তারা লুট, সন্ত্রাস, চাঁদাবাজি টেন্ডারবাজির ধারাবাহিকতায় গত কাল কেড়াগাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্দেশদাতা ছিলেন কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশকে আরেকটি নৈরাজ্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে আমরা দেব না। হাজারো শহীদের রক্তস্নাত এই ফ্যাসিস্টমুক্ত স্বাধীন দেশে ফ্যাসিস্টদের পুরোনো পদচারণ আমরা মেনে নেব না। এ ব্যাপারে আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেওয়ার সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলারোয়া উপজেলার সদস্য সচিব মোঃ ইব্রাহিম বিশ্বাস, মূখ্য সংগঠক
মোঃ রোকনুজ্জামান, সংগঠক মোঃ জিয়ারুল ইসলাম প্রমুখ।
