ভারত যাওয়ার সময় একাধিক মামলার আসামি রিপন বেনাপোল ইমিগ্রেশনে আটক

বেনাপোল ইমিগ্রেশনে ভারত যাওয়ার সময় একাধিক মামলার আসামি রিপন সরকার (৩২) নামে এক আ.লীগ কর্মিকে আটক হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫ টার সময় সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেসন পুলিশ। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটক রিপন সরকার বগুড়া জেলার ঠেংগামারা গ্রামের সাজু সরকার এর ছেলে। তার পাসপোর্ট নং এ-০৮০১৮৬৪৪।সে বাংলাদেশ আ.লীগের একজন সক্রিয় কর্মি বলে জানা যায়।

বেনাপোল ইমিগ্রেশন এর উপ-পরিদর্শক জাকারিয়া জানায়, ভারত যাওয়ার সময় ওই যাত্রীর পাসপোর্ট যাচাই বাছাই এর সময় দেখা যায় তার নামে বগুড়া সদর থানায় মামলা রয়েছে মামলা নং,৪১ তারিখ ১৪/০৯/২০২৪ ধারা ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮। একই থানায় মামলা নং ২৯ তারিখ ১২/১০/২০২১, ধারা ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)।
ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, পাসপোর্টযাত্রী রিপন সরকার ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে তা যাচাই বাছাই করার সময় তার নামে মামলা পাওয়া যায়। তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন, তার নামে বগুড়া থানায় মামলা রয়েছে। ওই থানায় তাকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য গত ৪/০৬/২৫ ইং তারিখে ইমিগ্রেশন ওসি হিসাবে ইলিয়াছ হোসাইন যোগদানের পর বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ ৪ জন একাধিক মামলার আসামি আটক হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *