কেঁড়াগাছি দক্ষিণ পাড়ায় জামায়াতের ভোট কেন্দ্রভিত্তিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছিতে জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) মাগরিব নামাজের পর কেঁড়াগাছি দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ ফিরোজ আহমাদ আজাদী এর সঞ্চালনায় ও ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনছার আলী হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ ওসমান গনি ,বিশেষ অতিথি কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা এ কে এম কোরবান আলী, ইউনিয়ন সভাপতি মোঃ সাবুর আলী,আরো ছিলেন মোঃ কবিরুল ইসলাম,যুব সেক্রেটারি আসাদুজ্জামান, শিবির সভাপতি মোঃ সুমন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চারাবাড়ি ইউনিট সভাপতি মাওঃ জাকির হোসেন।
