জামায়াতের জাতীয় সমাবেশ ১৯ জুলাই

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই (শনিবার) দুপুর ২টায় জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ জুন) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম।

দলটি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার দাবিতে এ ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

জাতীয় সমাবেশ সফল করতে সভায় বিভিন্ন বিভাগের অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সমাবেশকে শান্তিপূর্ণ ও কার্যকর করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. রেজাউল করিম, ডা. ফখরুদ্দিন মানিক, মো. ইয়াসিন আরাফাত, কামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নির্ধারিত তারিখে জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং এটি দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *