সখিপুরে খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় উক্ত ক্রীড়া অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১ জুন থেকে ২৪ জুন ২০২৫ পর্যন্ত সখিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এ ১২ থেকে ২৪ বছরের শিশু ও যুবক যুবতীদের নিয়ে সেশনটি পরিচালনা করা হয়।
সেশনের মূল বিষয় আস্থা স্থাপন, আস্থা স্থাপনের ৩টি অধিবেশন জড়তা বিমোচন, আস্থার শক্তি পূর্ণগঠন এবং যৌথ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা এই তিন সেশনের মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকা একে অপরের প্রতি বিশ্বস্ততা অর্জন পারস্পরিক বিশ্বাস স্থাপন দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা একে অপরের গ্রহণযোগ্যতা এবং বন্ধন দৃশ্যমান করা, একে অপরের প্রতি যোগাযোগ স্থাপন বিষয়ে তাদেরকে ফুটবলের মাধ্যমে বিভিন্ন ড্রিল (অনুশীলন) এর মাধ্যমে শিশু ও যুবক যুবতীদের শেখানো হয়।

উক্ত সেশন গুলো পরিচালনা করেন সুমাইয়া পারভীন রিজমা ও মো. শিমুল হোসেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন, শেখ সোহেল মাহমুদ।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সাতক্ষীরা সদর উপজেলার ৩টি করে মোট ১৫টি ইউনিয়নে ২বছর মেয়াদী ৫৪০০ জন কিশোর-কিশোরী এবং যুবদের নিয়ে খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, জীবন দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান করে, নেতৃত্ব বিকাশের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দূর্যোগকালীন সময়ে সামাজিক সুরক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *