কলারোয়ায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগ-বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার উদ্যোগে মাদক বিরোধী যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬শে জুন সকাল ৮.৩০ মিনিটে উপজেলা জামায়াত অফিসে উপজেলা যুব বিভাগের সভাপতি শামছুল আলম বুলবুল এর সভাপতিত্বে সেক্রেটারী শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুব বিভাগের বিভিন্ন শাখার সভাপতি, সেক্রেটারী, উপজেলা নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ সহ অতিথি বৃন্দ বক্তৃতা রাখেন।
এসময় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও রাষ্ট্রকে বাঁচাতে জনসচেতনতা তৈরি, মাদক কারবারিদের ব্যপারে প্রসাশনকে সহযোগিতা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন কায়েমের অপরিহার্যতা বর্ণনা করেন।
আলোচনা সভা শেষে সকাল ১০.৩০ মিনিটে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এক বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যা কলারোয়া পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে উপজেলা সভাপতির সমাপনী বক্তৃতার মাধ্যমে শেষ হয়।
