বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা ইউনিট এর কমিটি গঠন

আলেম-উলামা দাঈ ও মুফাসসিরদের ঐক্যের প্ল্যাটফর্ম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা ইউনিট এর কমিটি গঠন করা হয়েছে।
২৫ জুন (বুধবার) বিকালে কলারোয়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে হাফেজ মাওলানা ইমাম হোসাইন সভাপতি ও হাফেজ মাওলানা আবিদ হাসানকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আহমদ আলী’র সভাপতিত্বে ও মুহাঃ আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা উলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওসমান গনী।
নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান।
নব কমিটির ঘোষণাপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালী সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, সাতক্ষীরা জেলা উত্তর জোনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন হুজাইফী, সহকারী সেক্রেটারি মাওলানা ইমাম হাসান নাসেরী প্রমুখ।
