সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি

‘সাতক্ষীরার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংকের কর্মীদের ডোপ টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।’ এভাবেই মাদক নিয়ে কড়া বার্তা দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বসে থাকতে আসিনি। জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। ডোপ টেস্টই হবে মাদকবিরোধী বাস্তব পদক্ষেপের প্রথম ধাপ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।।

দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *