কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা : সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই.. সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের পাশে থেকে সব ধরনের সেবা দিতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় উৎসব আয়োজনে সহায়তার পাশাপাশি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, সকল ধর্মের মানুষের উৎসবে আমরা শরিক হতে চাই। আনন্দ আমরা ভাগাভাগি করে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে চাই। এটাই চিরায়ত সংস্কৃতি। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন আমরা অটুট রাখতে চাই। শুক্রবার কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পৃথক দুটি রথযাত্রা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলারোয়া ঝিকরা হরিতলা পূজামণ্ডপ ও উত্তর মুরারিকাটি পালপাড়ায় অনুষ্ঠিত পৃথক রথযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) হরেন্দ্র নাথ রায় ও কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রকাশ চন্দ্র হালদার। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক আব্দুস সালাম দিলু, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন প্রমুখ। উভয় অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সন্তোষ কুমার পাল ও প্রদীপ ঘোষ। রথযাত্রা উৎসব উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিকরা হরিতলা পূজামণ্ডপ এবং কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ উত্তর মুরারিকাটি পালপাড়ায় পৃথক উৎসব অনুষ্ঠানের আয়োজন করে। উভয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে। ৯ দিনব্যাপী বর্ণাঢ্য রথযাত্রা উৎসবের প্রথম দিনে মঙ্গল আরতি, ভগবত গীতা পাঠ, ভজন কীর্ত্তন, মধ্যাহ্ন ভোগ আরতি কীর্ত্তন ও প্রসাদ বিতরণ করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *