মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে মানবতা গ্রুপের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে সেচ্ছাসেবী মানবিক সংগঠন মানবতা গ্রুপ এর পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১লা জুলাই) বেলা ১২টার দিকে সরসকাটি দাখিল মাদরাসায় এ হুইলচেয়ার প্রদান করা হয়।
সংগঠনটির প্রধান উপদেষ্টা, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান আনুষ্ঠানিকভাবে সরসকাটি দাখিল মাদ্রাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী নাঈম হোসেনকে হুইলচেয়ারে বসিয়ে দেন।
এসময় মানবতা গ্রুপ এর পরিচালক মাওলানা মোঃ আলতাফ হোসেন, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাস্টার রোকনুজ্জামানসহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
