কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

কলারোয়া বাজারে ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। অভিযানে মেসার্স রাসেল ফার্মেসীর সত্ত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় কলারোয়া পৌর সদরের বিভিন্ন ফার্মেসীতে বিজিবি, ঔষধ প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করছে, যা সেবনে মানুষ অসুস্থ্য এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।

ওই অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরার বাশারাফ হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রাসেল ফার্মেসীর মালিক কাজী সামছুর রহমানকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *