কলারোয়া সরকারি কলেজে ছাত্রশিবির এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকালে কলারোয়া সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
কলারোয়া সরকারি কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরার এর সার্বিক পরিচালনায় এবং কলেজ সেক্রেটারি মইনুল ইসলাম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের ব্যবস্থাপনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া পশ্চিম থানা শাখার সাবেক সভাপতি রমিজুল ইসলাম এবং পৌর সভাপতি মুস্তাকিন হোসেন, শিবির নেতা তামিম আজাদ, নাঈম হোসেন, অর্দুল হাসান, তাইফুর ইসলাম, আরাফাত হোসেন আপন, টুটুল হোসেন, সাবেরিয়া হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রায় শতাধিক গাছ বর্তমান চলমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
এছাড়া কলেজ সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ফলজ-বনজ বিভিন্ন ফুল-ফলাদি ও হরেক রকমের গাছ রোপন করা হয়। পরবর্তীতে কলেজ হোস্টেলে কিছু গাছ রোপনের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।
