তালায় জামায়াতের দিনব্যাপী কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অধ্যক্ষ মুঃ ইজ্জত উল্লাহ’রর

৪ জুলাই শুক্রবার তালা উপজেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
সকাল দশটায় তালার শুভাষিনী বাজারে গণ সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়, পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সহ আরও অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ, বেলা ১২ টায় কলিয়ায় কবর জিয়ারাত, তালা বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। বিকাল চারটায় চালা ডাকবাংলা চত্বরে গণসংবর্ধনা ও পথসভার হওয়ার কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে তা কিছুটা দেরিতে শুরু হয় ওয়াহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা ১ তালা কলারোয়া সংসদীয় আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লা আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমি র ডাক্তার শেখ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি জনাব গাজী সুজাত আলী ,বক্তব্য রাখেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তালা উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, তালা উপজেলা যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু ইউনিয়নের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতি অনুষ্ঠানে আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
