কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
সাদাকে সাদা আর কালোকে কালো বলুন – অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) এর জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, এ জনপদের সকল মত ও পথের মানুষের সাথে একসাথে চলতে চাই। আপনি যে দল ও মতের হোন না কেন-মিল আমাদের এক জায়গায়, আমরা সকলেই কলারোয়ার মানুষ। আমরা সবাই মিলে কলারোয়াকে গড়তে চাই।
শনিবার (৫ জুলাই) বিকেলে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কলারোয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “আমরা চাই আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলুন। রাজনৈতিক দল ও সাংবাদিকরা একে ওপরের পরিপূরক উল্লেখ করে তিনি আরও বলেন, “অনেক সময় একই নিউজ অবিকল অনেক পত্রিকায় চলে আসে। সেটা না করে যাচাই বাছাই করে দেখুন”।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আপন ভাইয়ের মতো। আপনাদের সাথে পরিচিত হতেই এখানে এসেছি। এসেছি সম্পর্কের উন্নয়ন ঘটাতে। জামায়াতের পক্ষ থেকে এখানে (তালা-কলারোয়া) নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে আমি পাশ করি আর না করি- আমাকে এ ময়দানে থাকতেই হবে। যদি মানুষ আমাকে সমর্থন করেন, আমি বেশি কাজ করতে পারব। কেননা, দায়িত্বে আসলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায়।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, তালা-কলারোয়ার জলাবদ্ধতা মানুষের সৃষ্টি। এটি দূরীকরণের জন্য আপনারা এ সমস্যা সংবাদপত্রে তুলে ধরুন। কেননা, মিডিয়া একটি বিরাট শক্তি। সেই সাথে তালা-কলারোয়ার গ্রামের রাস্তাঘাটের খারাপ অবস্থাও তুলে ধরুন সংবাদ মাধ্যমে। আপনাদের এই সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরে আসবে।
সাংবাদিকদের সাথে হওয়া এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দুদক পরিচালক ড. খাঁন মুহা. মিজানুল ইসলাম সেলিম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, উপজেলা নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা আহম্মদ আলী প্রমুখ।
সাংবাদিকদের মধ্য থেকে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক আতাউর রহমান, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন।
দৈনিক সংগ্রাম এর উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম। সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আলম হোসেন, মোঃ নাজির হোসেন।
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, তাজউদ্দিন আহমেদ রিপন, জাহিদুল ইসলাম জাহিদ, গোলাম রসুল, রেজওয়ান উল্লাহ, মোর্তজা হাসান, এস এম ফারুক।
অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিন এর সিনিয়র বার্তা সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রভাষক আব্দুল আলিম, সাংবাদিক মীর রোকনুজ্জামান, শেখ ইকরামুল হক, তাফিমুল ইসলাম, জাবিদ হাসান, আলফাজ রহমান রাজু, মুস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল কাদের, শরিফুজ্জামান মিঠু, জাহিদুল ইসলাম জাহিদ, গাউসুল আজম।
কলারোয়া নিউজ এর সুমন হোসেন, সাজেদুল করীম তপু, সাব্বির হোসেন, মোঃ রাসেল।
এসএম নিউজ এর সম্পাদক এস এম সোহাগ হোসেন, রাব্বি।
দৈনিক নতুন সূর্যের আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
