জামায়াত আমীরের শাশুড়ীর ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)। রবিবার রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীর তার পোস্টে বলেছেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, ‘আমাদের পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা।’

তিনি আরো বলেন, ‘হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা’য়ালার ফয়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা’য়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।

সবার কাছে সেই দোয়াই আমরা প্রত্যাশা করি।’



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *