তালায় মহিলা জামায়াতের সমাবেশ

সাতক্ষীরার তালায় মহিলা জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুলাই) বেলা ১১টায় তালা আল আমীন একাডেমিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে তালার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার রুকনরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

সমাবেশে উপস্থিত বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজাত আলী, তালা উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, ওয়াহেদুজ্জামান রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তেব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ভোট হচ্ছে একটি পবিত্র আমানাত। সৎ, খোদাভীরু ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমাদের তা রক্ষা করতে হবে। আগামীতে যাতে বাংলাদেশে সৎ লোকের শাসন কায়েম হয় তার জন্য সবাইকে নিরলস পরিশ্রম করে যেতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *