শার্শায় অপহরণ করে যুবদল কর্মীর হাত-পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

যশোরের শার্শায় রাজনৈতিক বিরোধের জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে অপহরণ করে লোহার রড ও হকিস্টিক দিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে এদিন দুপুর ১ টার দিকে ঐ গ্রামের বিএনপি থেকে সদ্য বহিস্কৃত আজিবার বদ্দির ছেলে রাজু বদ্দির নেতৃত্বে সুজন, মিলন, ডিটু সহ অজ্ঞাত সন্ত্রাসীরা জাহিদকে অপহরন করে।

আহত জাহিদ হাসান পাঁচভুলোট গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় বিএনপি’র একটি গ্রুপের সক্রিয় যুবদল কর্মী বলে জানা গেছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহিদের সঙ্গে স্থানীয় প্রতিপক্ষ রাজু বর্দ্দির সাথে বিরোধ চলছিল। এরই জেরে ৭ জুলাই দুপুর ১টার দিকে রাজু বর্দ্দির নেতৃত্বে সুজন, মিলন, ডিটু এবং আরও কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী জাহিদকে অপহরণ করে পাঁচভুলোট গ্রামের এতিমখানার পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে তাকে রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।খবর পেয়ে স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান,এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করে রাখা হয়েছে।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *