কলারোয়ায় শ্রমিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকালে কলারোয়া আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) এর জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, জামায়াত নেতা মাওলানা তৌহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক এমামুল হক, মাওলানা মতিউর রহমান, উপজেলা নির্বাহী সদস্য মাস্টার আনোয়ার আলী, ক্বারী রফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান, তৌহিদুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান, মোঃ ফজলুল হক, আব্দুল মান্নান, আবু সুলাইমান, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, মাস্টার মাহমুদুল হক, জিহাদুর রহমান, মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের সব থেকে অবহেলিত শ্রেণী হচ্ছে শ্রমিকরা। যেখানে শ্রমিকদের সমস্যা হবে সেখানেই আমাদের কাজ করতে হবে। আমরা সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করবো এবং তাদের সকল সমস্যা সমাধানের জন্য সবার আগে থেকে নেতৃত্ব দেয়ার চেষ্টা করব। তাহলে কিছুটা হলেও শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করার সুযোগ পাবো।



