গোল্ডেন এ প্লাস না পেয়ে শিক্ষার্থীর মর্মান্তিক আত্মহত্যা

বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ‘গোল্ডেন এ প্লাস’ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নিজের শোবার ঘরে গলায় ফাঁস দেন তিনি।
সুমাইয়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাসিন্দা এবং আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অধিকাংশ বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ফল প্রকাশের পর সুমাইয়া হতাশায় কেঁদে ফেলেন এবং তার দুঃখের কথা মায়ের সঙ্গে ভাগ করে নেন। এরপর নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর মা তাকে ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর এক আত্মীয় জানান, সুমাইয়া পড়ালেখায় অত্যন্ত মনোযোগী ছিল। সব বিষয়ে সর্বোচ্চ ফলের প্রত্যাশা ছিল তার। গণিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে নিজেকে ব্যর্থ মনে করছিল।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
