কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ করলেন সাবেক এমপি হাবিব

কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ করা হয়েছে। শুক্রবার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে সদস্য নবায়ন ফরম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে এ অনুষ্ঠিত অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আবুল ইসলাম হাবিব বলেন, সংগঠনের গতিশীলতা বাড়াতে এই সদস্য নবায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী তিন দিনের মধ্যে এই সদস্য নবায়ন ফরম পূরণ করার জন্য তিনি বিশেষভাবে তাগিদ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নবায়ন ফরম পূরণের মধ্য দিয়ে নেতাকর্মীরা দলের প্রতি আরও নিবেদিত ও প্রত্যয়ী হবে। সদস্য নবায়ন বিতরণ অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ইব্রাহীম হোসেন ও এসএম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদসহ উপজেলার সার্চ কমিটির নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *