আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হচ্ছে চিরুনি অভিযান। মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক, সভ্য সমাজে এটা মানা যায় না। রোববার দুপুরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে, তবে ভোট কবে হবে তা নির্ধারণ করবে সরকার।

উপদেষ্টা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই- আইন যেন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *