আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন

সাতক্ষীরার আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ-উপলক্ষে সোমবার (১৪ ই জুলাই) বিকালে আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজাদ হোসেন টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এড.আলিফ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা নির্বাহী কমিটির সদস্য মোসলেম উদ্দিন,হোসেন আলী,আব্দুল নরিম গাজী,ইলিয়াস সরদার প্রমুখ।
আলোচনা সবার পূর্বে আশাশুনি সরকারি কলেজ জামে মসজিদে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় সংক্ষিপ্তভাবে আলোচনা সভা,দোয়া ও মোনাজাত করা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *