তালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সাতক্ষীরার তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় তালা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মিজ দীপা রানী সরকার।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার।

পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মোসলেম শেখের উপস্থাপনায় আরও
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রজ্ঞা লাবনী দাস, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী অপর্ণা রানী দাস, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী আলিমুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ হিসাবে সরুলিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী অপর্ণা রানী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী আলিমুজ্জামান, পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন আরা, শ্রেষ্ঠ সেবা কেন্দ্র হিসাবে জালালপুর ইউনিয়ন, স্বাস্থ্য পরিবার কেন্দ্র শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাসরিন সুলতানা এবং ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার দেওয়া হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *