গোপালগঞ্জে কারফিউ জারি

গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জেলা প্রশাসন কারফিউ জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন-মৃত্যুর মতো জরুরি অবস্থা ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংস তৎপরতা রোধে প্রয়োজন হলে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
সাধারণ জনগণকে সতর্কতা অবলম্বন করে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন
