সাতক্ষীরায় ছয়শ’ কেজি কাঁকড়া ও ট্রলারসহ একব্যক্তি আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ সময়ে ছয়শ’ কেজি কাঁকড়া ও ইঞ্জিন চালিত ট্রলারসহ ইয়াকুব আলী সরদার নামের একব্যক্তিকে আটক করেছে বনবিভাগ।

মঙ্গলবার(১৫ জুলাই)দিবাগত বুধবার(১৬ জুলাই) রাত ২টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কাঠেরশ্বর টহলফাঁড়ি এলাকা থেকে কাঁকড়া ও ট্রলারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ইয়াকুব আলী সরদার (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রবেশ নিষিদ্ধ মৌসুমে একটি অসাধু চক্র কাকড়া শিকার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সুন্দবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকায় খোলপেটুয়া নদীতে বনবিভাগের সদস্যরা অভিযান চালান। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত ট্রলার ও ছয়শ’ কেজি কাঁকড়াসহ ইয়াকুব আলী সরদারকে আটক করা হয়। সুন্দরবনের প্রাণবৈচিত্র ও পরিবেশ রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইয়াকুব আলীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *