এনসিপি’র নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিবিরের সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সুবহান, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *