জাতীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শহরে মিছিল করেছে জামায়াতে ইসলামী

১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল ও বাস্তবায়নে প্রচার ও স্বাগত মিছিল করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় এ প্রচার ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে দলীয় কার্যালয় হতে এক মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া উপজেলা মোড়ে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ ওসমান গনী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যাপক শাহাজান কবীর, মাওলানা রুহুল কুদ্দুস, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কর্ম পরিষদ সদস্য মাওলানা আহমদ আলী, একেএম কোরবান আলী, মাস্টার শওকত আলী, শামসুল আলম বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
মিছিল চলাকালীন সময়ে দলীয় নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এদিকে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিবিরের সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সুবহান মুকুল, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, সেক্রেটারি হাবিবুর রহমান শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন প্রমুখ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি মিছিল বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুল, পৌর আমীর হারুন অর রশিদ সাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে বৃহস্পতিবার (১৭ জুলাই) আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি সেকেন্দার আলী,যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক,সেক্রেটারি হাবিবুর রহমান লিপু,সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন,মাস্টার আনারুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ও সুন্দর সমাজ বিনির্মাণের পথে এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সমৃদ্ধ জনপদ, যেখানে মানুষের অধিকার নিশ্চিত করতে কাউকে কারও কাছে ধর্ণা দিতে হবে না।
গোপালগঞ্জের সমাবেশ কে ঘিরে নেক্কারজনক সহিংসতা তুলে ধরে নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
