কলারোয়ায় চেক, উপকরণ বিতরণ ও মশক নিধন-বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় চেক, উপকরণ বিতরণ ও মশক নিধন-বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলা পরিষদ ও কলারোয়া পৌর সভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম’র সভাপতিত্বে এ চেক বিতরণ,শিক্ষা উপকরন,স্বাস্থ্য সামগ্রী,ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সিলিং ফ্যান,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ ও মশক নিধন ও বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ।
তিনি কুশোডাঙ্গা ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিঃ ও পারিখুপি দুগ্ধ সমবায় সমিতি লিঃ এর সদস্যদের মধ্যে সুবিধাভোগী ৫০ জনের মধ্যে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কলারোয়ার মাধ্যমে ৫০ জন উপকার ভোগীদের মধ্যে ১২০ বান্ডেল ঢেউ টিন ও নগদ ৩৬০০০০ (তিন লক্ষ ষাট হাজার) টাকার চেক, ১৮ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও বিভিন্ন উপকরনাদীসহ মশক নিধন ও বৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত সাতক্ষীরা জেলা সমবায় অফিসার ছিলেন এফ এম সেলিম আখতার, উপজেলার সহকারী কমিশনার (ভু’মি) মোঃ রিয়াজ উৃদ্দীন আহমেদ, কলারোয়া উপজেলা বিএনপির মুখ্যপাত্র মোঃ রইচ উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান, পৌর আমীর ইউনুছ আলী (বাবু), কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মদ আলী, কলারোয়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ তামিম আজাদ মেরিন, কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ আলী , শিক্ষা কর্মকর্তা এইচ এম রকনুজ্জামান, সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাসসহ উপজেলার দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ জিয়াউল হক (জিয়া) কোরআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ মোঃ খায়রুল ইসলাম ,গীতা পাঠ করেন নিত্যগোপাল পাল।
