কলারোয়ার চন্দনপুরের ৯ ওয়ার্ডে বিএনপির সম্মেলন সম্পন্ন

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক ৬ স্থানে ৯ ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সদস্য নবায়ন ফরম পূরণকৃত সদস্যদের প্রকাশ্যে প্রত্যক্ষ মতামত ও কন্ঠভোটের ভিত্তিতে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। অচিরেই প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদি। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য ফজলুল হক সরদার।
এ সময়ে ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম মগু, হেলাল আনসারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৯ ওয়ার্ডেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যক্ষ ভোট পরিচালনা করেন ও নবনির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করেন সম্মেলনের বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। সূত্রমতে, সম্মেলনে ৯ ওয়ার্ডে নেতৃত্ব পেলেন: ১নং ওয়ার্ডে (চান্দুড়িয়া ও গোয়ালপাড়া) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, ২নং ওয়ার্ডে (কাঁদপুর) সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ৩নং ওয়ার্ডে (চন্দনপুর) সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইমানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী, ৪নং ওয়ার্ডে (গয়ড়া) সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন বদ্দি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ৫নং ওয়ার্ডে (সুলতানপুর) সভাপতি জিয়াদ আলী গাজী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ডে (হিজলদি) সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক গোলাম কুদ্দুস, ৭নং ওয়ার্ডে (রামভদ্রপুর) সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক কামরুল আরিফিন, সাংগঠনিক সম্পাদক ফায়জুল ইসলাম, ৮নং ওয়ার্ডে (দাড়কি, বিক্রমপুর ও বয়ারডাঙ্গা) সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন এবং ৯নং ওয়ার্ডে (মদনপুর ও নাথপুর) সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *