ঝিকরগাছায় মশক নিধন অভিযানে জামায়াত ইসলামী

স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ঝিকরগাছায় মশক নিধন অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার(২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শংকরপুর এলাকায় এ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

এর আগে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং মশা নিয়ন্ত্রণে এ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

শুরু হওয়া এ কার্যক্রমে শংকরপুর ইউনিয়ন পরিষদ এলাকাসহ আশপাশে কীটনাশক ছিটানো হয়।

এ সময় সচেতনা মুলক বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম খাঁন।

তিনি বলেন,জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। এ ছাড়া বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি বলেন।

এ সময় শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন, জামায়াত নেতা সাজু আহম্মেদ, শংকরপুর ইউনিয়ন জামায়াতের (যুব বিভাগ) সভাপতি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *