তালায় মাদকা’সক্ত যুবক’কে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরার তালায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২১ জুলাই) রাত ১০ টার দিকে আটারই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মাকে আটক করেছে পুলিশ। নিহত হাবিবুর রহমান (৩০) আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। সে পেশায় ভ্যানচালক।প্রতিবেশীরা জানায়, হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। প্রায়ই নানা কারণে পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া বিবাদ করতো। রাতে মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি করলে বিরোধের সুত্রপাত ঘটে। এক পর্যায়ে তার স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে মারামারিতে জড়ায়। এরপর আঘাত করলে অসুস্থ হয়ে পড়ে। তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তালা থানার ওসি মো. মাঈনুদ্দীন জানান, নিহতের শরীরে কোপের চিহ্ন রয়েছে। মোটর সাইকেল চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে এই ঘটনা ঘটেছে। আঘাতের পর তার স্ত্রী ও মা তাকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা ও স্ত্রীকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *