যশোরে মুরগী বিক্রির পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরে আবু বক্কার (৫৩) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে বেশ আগে বাকিতে একটা মুরগি বিক্রি করেছিলেন আবু বক্কার।
এই টাকা না দিয়ে নির্মল নানাভাবে ঘোরাতে থাকেন।
ঘটনার সময় মঙ্গলবার সাড়ে ১২টার পর আবু বক্কার টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রী আবু বক্কারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে আবু বক্কারকে ব্যাপক মারটিক করেন।
স্থানীয়রা খবর পেয়ে আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
