শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক -২

যশোরের শার্শায় বিশেষ অভিযানে একজন মাদক কারবারিসহ মোট দুইজনকে ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করা হয়।

আটক আাসামীরা হলো (১) শার্শা থানাধীন টেংরা এলাকার হোসেন আলী সরদারের ছেলে আসাদুল ইসলাম ওরফে ওয়াসিম (৩৮). (২) বাগুড়ী গ্রামের মৃত জাবেদ গাজীর ছেলে ও বাগুড়ী ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক ইছাহাক গাজী (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেংরা এলাকায় অভিযান চালিয়ে আসাদুল ইসলাম ওরফে ওয়াসিমকে ২০ (বিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এবং বাগুড়ী বেলতলা বাজার থেকে ইছাহাক গাজীকে আটকের কথা পুলিশ জানায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *