মাইলস্টোনে নিহত-আহতের স্মরণে কলারোয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতের স্মরণে দোয়া মাহফিল এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখা।

বুধবার (২৩ জুলাই) সরকারি কলেজ স্ট্যান্ড জামে’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলারোয়া সরকারি কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরার এর সভাপতিত্বে ও সেক্রেটারি তাফহীমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু।

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, পৌর ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকিন হোসেন, কলারোয়া সরকারি কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় আলোচকবৃন্দ বলেন, কোমলমতি শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ। তাঁদের শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। অথচ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এতগুলো সম্ভাবনাময় জীবন মুহূর্তেই বিপন্ন হয়ে পড়েছে। এটি শুধু কোনো একটি পরিবার বা প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় শোক।”

শুরুতেই কুরআন তেলাওয়াত করেন মসজিদটির পেশ ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জালাল উদ্দিন।

উল্লেখ্য যে, পৌর ছাত্র শিবিরের আয়োজনে মোস্তাকিন হোসেনের সভাপতিত্বে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *