বাগআঁচড়ায় চাঁদাবাজির মামলায় যুবক গ্রেফতার

যশোরের শার্শার বাগআঁচড়ায় এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাগআঁচড়া গ্রামের টুটুল ড্রাইভারের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২১ জুলাই তার ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার সময় জনৈক ইসমাইলের চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮-১০ জন যুবক তার পথরোধ করে। এ সময় তারা রিজভীকে বলে, তোর বাপ তো বাজারের বড় ব্যবসায়ী, বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে। না দিলে তোদের যেখানে পাবো, সেখানেই পিটাবো। এমন হুমকি দেয় এবং রিজভীকে বেধড়ক মারধরও করে তারা।
ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম জানান, একজন ভিকটিম থানায় চাঁদাবাজির মামলা দায়ের করলে অভিযুক্ত যুবককে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত অভিযুক্তকে কারাগরে পাঠানোর নির্দেশ দেন।
