সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি মহান আল্লাহর দরবারে তাঁর শীঘ্র আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই তালার মাগুরায় দলীয় কাউন্সিল চলাকালে হাবিবুল ইসলাম হাবিব আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সন্ধ্যায় সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নেওয়া হয়। শুক্রবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তির পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন
