কলারোয়া সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ১৪৬ বোতল মদ, ওষুধ, শাড়ি, বোরকা, আগরবাতি ও পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) কলারোয়া সীমান্তের কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা, হিজলদি, সুলতানপুর, চান্দুড়িয়া, সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক ৩টি অভিযানে সীমান্তবর্তী দখলের মোড় নামক স্থান থেকে ৯৬ বোতল ভারতীয় মদ এবং কলারোয়া ও সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এদিকে তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানার মজুমদার খাল ও চৌরঙ্গী মাঠ থেকে ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের আমবাগান থেকে ৩৮ হাজার ৭শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আগরবাতি উদ্ধার করেন। এছাড়া পদ্মাশাখরা বিওপির সদস্যরা কলারোয়া থানার মন্দির মোড় থেকে ৬৯ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করেন। একই দিনে হিজলদি ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন শিশুতলা আমবাগান থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় পুরাতন মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। এদিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তের সুলতানপুর পাকা রাস্তার ওপর থেকে ৫২ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে শনিবার (২৬ জুলাই) কলারোয়া ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে আনুমানিক ৫ লাখ ৬৪ হাজার ৪শ টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি সদস্যরা আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত শনিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *